ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে কাধে কাধ মিলিয়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের সকল দিকসমূহ সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, যে সকল দেশীয় ও আন্তর্জাতিক মহল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নির্বাচন বানচাল করতে চায় তারা দেশের শত্রু। এই অপশক্তি রুখে দিতে তিনি সকলের প্রতি আহবান জানান। তিনি আসন্ন নির্বাচনে নৌকা প্রতিকের পক্ষে দলীয় মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি গতকাল মঙ্গলবার বিকেল ৪ টায় ফুলতলা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইমাম হোসেন মোড়লের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বি.এম.এ সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. কাজী তারিক হাসান মিন্টু, ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, ডুমুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারমিন রুমা, জেলা আওয়ামীলীগ সদস্য বিলকিস আক্তার ধারা, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান নান্নু, মোঃ রুস্তম আলী গাজী, আঃ গণি গাজী, মোল্যা হেদায়েত হোসেন লিটু, বিএম শাহাদাৎ হোসেন, শাহাবাজ মোল্যা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এসকে আলী ইয়াসিন, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ প্রিন্স, গোলাম সরোয়ার মুন্সী, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলচ কচি, এসকে মিজানুর রহমান, এস রবিন বসু, মহিলা আওয়ামীগ নেতা শাহিদা ইসলাম নয়ন, সোনিয়া নিপা নাসরিন প্রমুখ।
ফুলতলায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপিকে সংবর্ধনা
Leave a comment