ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আকরাম হোসেনকে গ্রেফতার করেছে র্যাব- ৬। গত বৃঃস্পতিবার রাতে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে তাকে র্যাব- ৬ এর একটি দল গ্রেফতার করে। ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হানিফ জানান, রাত ২ টায় র্যাব- ৬ তাকে ফুলতলা থানা পুলিশে সোপর্দ করে এবং গতকাল শুক্রবার সকাল ১০ টায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ফুলতলা উপজেলা বিএনপি নেতা শেখ সাজ্জাদুজ্জামান জিকো হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়ে বলে জানিয়েছেন আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উল্লেখ্য, বিএনপি নেতা শেখ সাজ্জাদুজ্জামান জিকো হত্যাকান্ডের ঘটনায় গত ২৯ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান কামালসহ ৮৫ জনের নামে হত্যা মামলা (নং- ০৮) দায়ের করা হয়।