
ফুলতলা প্রতিনিধি : ফুলতলা বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী মধুসূধন কুন্ডু (৭৬) গত বৃহস্পতিবার রাত ৮টায় নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। শুক্রবার বেলা ১১টায় ফুলতলা বাজারের ক্যাশখোলা শ্মশানঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়। শেষকৃত্য অনুষ্ঠানে ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে উপস্থিত হন জেলা আওয়ামী লীগের সদস্য বিলকিস আক্তার ধারা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, এস রবিন বসু, প্রভাষক গৌতম কুন্ডু, প্রভাষক শেখ রেজায়ান রাজা, মাহাবুব আলম মিঠু, তারেক হাসান নাইস, মোঃ আবুল খায়ের, কবির জমাদ্দার, মোল্যা ইলিয়াজ হোসেন, জুলহাস আহম্মেদ (জুলু) প্রমুখ।