খানজাহান আলী থানা প্রতিনিধি : ফুলবাড়ীগেট জামিয়া কারিমিয়া মাদ্রাসার হেফজ শাখার শিক্ষার্থী ও যাব্দিপুর গ্রামের মো. সাইদুল ইসলামের পুত্র মো. সামিউল্লাহ ইসলাস (১২) নিখোজের ৫দিন অতিবাহিত হলেও এখন সন্ধান মেলেনি। সামিউল গত ৮ নভেম্বর বিকালে বাসা থেকে খেলার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজ সামিউল্লাহের পিতা মো. সাইদুল ইসলাম জানায়, নিখোঁজ সামিউল ফুলবাড়ীগেট জামিয়া কারিমিয়া মাদ্রাসার হেফজ শাখার ছাত্র ছিল। সে মাদ্রাসা থেকে ছুটিতে বাসায় এসে গত ৮ নভেম্বর বিকালে খেলার জন্য ব্লু রংয়ের একটি পাঞ্জাবী এবং মাথায় টুপি পরে বাসা থেকে বের হয়। পরবর্তিতে সন্ধ্যার পরও সে বাসায় ফিরে না আসায় তাকে সম্ভাব্য সকল স্থানে খুজে না পেয়ে খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়রী করেছি(জিডি নং- ৬০৫ তাং- ১০/১১/২৩)। পরিবারের পক্ষ থেকে নিখোঁজ সামিউল্লাহ’র সন্ধান পেলে ০১৯২৫৬৭৪৪০১ নাম্বারে জানানোর জন্য অনুরোধ করেছেন।