জন্মভূমি ডেস্ক : বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, নাছির উদ্দিন নাসির বলেছেন,’ বাংলাদেশে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর। কারণ এখানে যে সমস্ত আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই এলাকায় রাজত্ব করেছে তারা সারাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। তবে আমরা মনে করছি এ অঞ্চলের সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদে অত্যন্ত উদ্বুদ্ধ। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মাদারীপুরের শিবচর পৌর বাজারের বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে ধানের শীষের প্রতীক ও লিফলেট বিতরণকালে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
এসময় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেল রানা, মাদারীপুর জেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান জাকির, সাধারণ সম্পাদক কামরুল হাসান, শিবচর উপজেলা ছাত্রদলের আহব্বায়ক ইমতিয়াজ আহমেদ খান( তুরাগ), সদস্য সচিব সাইদুর রহমান ব্যাপারী, ছাত্রদলের শিবচর পৌর কমিটির আহবায়ক শাহিদ হাসান শিহাব, সদস্য সচিব রিয়াজ গোমস্তাসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ছাত্রদল সাধারন সম্পাদক আরো বলেন, ‘গত ১৫ বছর বাংলাদেশের ফ্যাসিবাদ হাসিনা সরকার অসংখ্য বিএনপি নেতাকর্মীকে খুন করেছে। শুধু তাই নয়, রাষ্ট্রের প্রতিটি ডিপার্টমেন্টকে ব্যাপকভাবে ক্ষতি করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে নেয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে আজ মানুষের মাঝে লিফলেট বিতরণ করছি। এখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের লিফলেট গুলো গ্রহণ করেছেন। আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি বিএনপি এদেশের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।’