জন্মভূমি রিপোর্ট
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর শ্রমিক লীগের উদ্যোগে বৃহস্পতিবার বাদ আছর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো: মিজানুর রহমান মিজান। সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া। পরিচালনা করেন সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।
সভায় শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, ১৫ আগস্ট যার ডাকে প্রশিক্ষিত হানাদারদের বিরুদ্ধে বুক চিতিয়ে দাড়িয়েছিল বাংলার মানুষ, নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা, যার জন্য স্বাধীন দেশে মাথা গোঁজার ঠাই, পরনের কাপর ও তিন বেলা খাবারের নিশ্চয়তা পেয়েছি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে অর্থনৈতিক মুক্তি দিতে চেয়েছিলেন, যা বাস্তবায়নের আগে তিনি দুস্কৃতিকারীদের হাতে নিহত হন। আজ তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেটা বাস্তবায়ন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্ঠায় আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। তিনি আরও বলেন আমাদের সকলকে বঙ্গবন্ধুর দেশপ্রেম, আদর্শ ও চেতনাকে হৃদয় ধারণ করতে হবে। সকলকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, শেখ মো: পীর আলী, মল্লিক নওশের আলী, মো: বাবুল হোসেন, মো: সেলিম, কাজী তারিকুল ইসলা, কাজী আ: ওহাব, আব্দুর রহিম খান, মোল্লা আজাদ আলী, আ: রশিদ শিকদার, কিংকর সাহা, মো: আসাদুজ্জামান মুন্না, শরীফ মোর্ত্তজা আলী, মুন্সী ইউনুস, মো: জামাল হোসেন, মো: শাহ আলম শেখ, শেখ মো: রমজান, শেখ মঈনুল ইসলাম মোহন, মো: মনিরুল ইসলাম, মো: আলমগীর মল্লিক, মো: আক্তার হোসেন, মো: শরিফুল, মো: আনিছুর রহমান, বিপ্লব কুমার দে প্রমুখ নেতৃবৃন্দ।
সভাশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আব্দুর রহিম খান।
বঙ্গবন্ধুর দেশপ্রেম, আদর্শ ও চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে : শ্রম প্রতিমন্ত্রী
Leave a comment