জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় খুলনা ডায়াবেটিক সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ যোহর সমিতির পরিচালনা পরিষদ, ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে কার্যালয়ের সভা কক্ষে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ডায়াবেটিক সমিতির পরিচালনা পরিষদের সদস্য ও খুলনা চেম্বার অব কমার্সেও পরিচালক মফিদুল ইসলাম টুটুলের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ডায়াবেটিক সমিতির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হাসান আহম্মেদ মোল্লা, মহানগর পূজা উদযাপন কমিটির উপদেষ্টা সুজিত সাহা, এস এম ফরিদ আহম্মেদ, বুলবুুল আহম্মেদ, ডা: দীনবন্ধু মন্ডল, ডা: রেবা মজুমদার, ডা: মোঃ জাহিদুল হাসান, ডা: নাজমুস সাদাত ও ডায়াবেটিক সমিতির কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় বক্তারা ১৫ আগস্টের হত্যাকান্ডের সাথে জড়িত সকল খুনিদের দ্রুত বিচারের দাবি জানান। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে খুলনা প্রেসক্লাব ও সপ্নপূরী ডিজিটাল হাসপাতলকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়।