জন্মভূমি ডেস্ক : খুলনা-৪ আসনের সংসদ সদস্য সালাম মুর্শেদী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সমবায়ের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষ আজ ৫১টি নাগরিক সুবিধা পাচ্ছেন। সবাই শেখ হাসিনার সরকারের কারণেই সম্ভব হয়েছে। আর এজন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগকে পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। তিনি দিঘলিয়া উপজেলা সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার (৪ নভেম্বর ) সকাল সাড়ে ১১ টায় ৫২ তম সমবায় দিবস উপলক্ষে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভারপ্রাপ্ত নিবার্হী অফিসার ও সহকারী কমিশনার ভূমি মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে ৫২তম সমবায় দিবসের অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান জিয়া, গাজিরহাট ইউপি চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহাবুব আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ফজলুল করিম , মৎস্য কর্মকর্তা মনজুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, পল্লী উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কিশোর আহম্মেদ ,উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান , সময়ের খবরের নিজস্ব প্রতিবেদক আল মাহামুদ প্রিন্স, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেক, সহ-সভাপতি ইঞ্জিঃ ওয়াহিদ মুরাদ, সহ- সম্পাদক কেএম আসাদুজ্জামান, সহ- সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান,কে এম আকবর আলী, উপজেলার বিভিন্ন সমবায় সহ সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মনিকার ঋণদান সমবায় সমিতির নূরজাহান জেসমিন তার প্রতিষ্ঠিত হওয়ার ইতিহাস তুলে ধরেন। সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পরে একই স্থানে উপজেলা প্রসাশনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা বেলা সাড়ে ১২ টায় উপজেলা ভারপ্রাপ্ত নিবার্হী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম,উপজেলা , সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন , প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেক, ইমাম আব্দুল্লাহ, সহ উপজেলার বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।