ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বালকদের গ্রæপে পাইকগাছা কৃষ্ণনগর-হুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রূপসার বাগমারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বালিকাদের গ্রæপে বটিয়াঘাটার তেতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০-০ গোলে পাইকগাছার ৪৭নং হাউলি প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
মঙ্গলবার সকালে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথম খেলায় কৃষ্ণনগর-হুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রূপসার বাগমারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজিত দলের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন অর্পণ (১০)। খেলাটি পরিচালনা করেন আ: গফফার। সহকারী ছিলেন মনিরুল ও রোমেল।
অপরদিকে বালিকাদের গ্রæপের খেলায় বটিয়াঘাটার তেতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০-০ গোলে পাইকগাছার ৪৭নং হাউলি প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষ হওয়ার আগেই পাইকগাছার খেলোয়াড়রা পরাজয় মেনে নিয়ে মাঠ ত্যাগ করে। বটিয়াঘাটার পক্ষে ৩টি করে গোল করেন মাহবুবা নাসরিন (১০) ও কেয়া (৭)। এছাড়া লিজা (৯) ও ইমা (১৭) ১টি এবং বৈশাখী (৩) ২টি গোল করেন। খেলাটি পরিচালনা করেন মিনা জাহিদুল ইসলাম। সহকারী ছিলেন জাহিদুল ও মনিরুজ্জামান। খেলার ধারাভাষ্যে ছিলেন শিবলী সাঈদ ও লিপি আফরিন। স্কোরার ছিলেন নুসরাত শায়লা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম, কামরুল ইসলাম, আতিকুর রহমান, আব্দুর রব, মতিয়ার রহমান, মো: আলমগীর হোসেন, রেক্সোনাসহ খেলায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ফাইনালে পাইকগাছা ও বটিয়াঘাটা
Leave a comment