উপকুল প্রতিনিধি, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগরে বঞ্চিত এবং প্রান্তজনদের মর্যাদা ও মানবাধিকার প্রতিষ্ঠা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। উন্নয়ন সংগঠন পরিত্রাণ’র উদ্যোগে বুধবার বেলা ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগীতায় অনুষ্ঠিত সভায় উপকুলীয় এ জনপদে গত সাড়ে পাঁচ বছর ধরে পরিচালিত কর্মকান্ডের মুল্যায়নপত্র উপস্থাপন করা হয়।
সভার শুরুতে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের উপস্থিতিতে বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন প্রকল্প সমন্বয়ক উজ্জ্বল দাস। এসময় কয়েকটি বিদ্যালয়ে কিশোরী কর্নার স্থাপনসহ নানাবিধ উন্নয়ন চিত্রের বর্ননা দিয়ে সংগঠনটির ‘ওয়াই-মুভস’ প্রকল্পের স্বার্থকতার বিষয়টি উপস্থাপন করা হয়। এছাড়া সংগঠনের উদ্যোগে সুন্দরবন কোস্টাল নেটওয়ার্ক গঠন সম্পর্কে সভায় উপস্থিত স্টেকহোল্ডারদের সম্যক ধারনা দেয়া হয়।
মত বিনিময় সভায় উপস্থিত বক্তারা উপকুলীয় ও দারিদ্র পিড়ীত এ জনপদের আরও বেশী ইউনিয়নকে প্রকল্পের আওতায় নেয়ার অনুরোধ জানান। একই সাথে বাল্য বিয়ে বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহনের পাশাপাশি শিশু ও মায়ের পুষ্টি সমস্যা নিরসনের উপর গুরুত্বারোপ করেন।
সংগঠনের প্রকল্প কর্মকর্তা নয়ন কুমার গাইনের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ন কবীর, প্রোগ্রাম কর্মকর্তা প্রনব বিশ^াস, সুন্দরবন কোস্টাল নেটওয়ার্কের সভাপতি কৃষ্নপদ মুন্ডা, রনজিৎ বর্মন প্রমুখ।
বঞ্চিত এবং প্রান্তজনদের মর্যাদা ও মানবাধিকার বিষয়ক সভা অনুষ্ঠিত
Leave a comment