বটিয়াঘাটা অফিস : “ইঁদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচানা সভা গতকাল সোমবার বেলা ১১টায় কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত হয়। কৃষি অফিসার আবু বক্কর সিদ্দিকির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি এম আবদুল্লাহ ইবনে মাসুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, সাংবাদিক ইন্দ্রজিৎ টিকাদার, অধ্যাপক এনায়েত আলী বিশ^াস। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানের পূর্বে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।