জন্মভূমি রিপোর্ট : রেলের পাত, লোহার রড়, পাইপসহ চার লাখ টাকার বিভিন্ন মালামাল চুরি করে পালাবার সময় ট্রাকসহ চোর ধরা পড়েছে বটিয়াঘাটা থানা পুলিশের হাতে। দু’হাজার ২০০ কেজি ওজনের মালামাল এখন পুলিশের হেফাজতে।
বৃহস্পতিবার ভোরে বটিয়াঘাটা থানার এসআই মো: কাওছার আলী তার সঙ্গিয় ফোর্সসহ বাজারে কর্তব্যপালন কালে জানতে পারেন, ট্রাক যোগে চোরাই মালামাল পাচার হচ্ছে। তিনি সংবাদ পেয়ে ফোর্সসহ হেতালবুনিয়া গ্রামের ভাটার মোড় থেকে ট্রাক এবং চোরাই মালামালসহ জলিল শেখ (৫২) পিতা মৃত দলিল উদ্দিন শেখ কে গ্রেফতার করেন। তার বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার হাফিজ নগর এলাকায়। সে আতাউর মাষ্টারের বাড়ির ভাড়াটিয়া। এ সময় অন্যান্য আসামীরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশো কাছে আসামী জলিল শিকার করে, জনৈক ইয়াসিন, নাইটো, টনি ও ইব্রাহীম মালামাল চুরি করে এনে ট্রাকে রাখে। তারা দীর্ঘদিন ধরে বটিয়াঘাটার বিভিন্ন এলাকায় চুরি করে আসছিল। তারা সঙ্গবদ্ধ একটি চোর চক্রের সদস্য।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা খায়রুল বাশার বলেন, পুলিশের কর্মতৎপরতার কারণে ট্রাকসহ মালামাল আটক করা সম্ভব হয়েছে। বটিয়াঘাটার সচেতন নাগরিক সমাজ সার্বক্ষণিক পুলিশকে সংবাদ দিয়ে সহায়তা করেন। এই তৎপরাতা অব্যাহত থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন করা সম্ভব হবে।
বটিয়াঘাটায় ৪ লাখ টাকার চোরাই মালামাল ও ট্রাকসহ আটক ১
Leave a comment