
জন্মভূমি রিপোর্ট : খুলনা বড় বাজার গমজাত দ্রব্য ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বড় বাজার ব্যবসায়ী মালিক সমিতির কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন বড় বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো, সোহাগ দেওয়ান ও এম এ মতিন পান্না। অতিথি ছিলেন সৈয়দ বোরহানুজ্জামান, তরুন রায় শিবু, ওহিদুজ্জামান বিপ্লব ও প্রদীপ সাহা মদন। সভায় সকলের সম্মতিক্রমে কমিটি গঠন করা হয়েছে।
কমিটির নেতৃবৃন্দরা হচ্ছেন সভাপতি সত্যপ্রিয় সোম বলাই, সিনিয়র সভাপতি মো. আসলাম হাওলাদার, সহ-সভাপতি মো. লাভলু খান, মো. হিরক দেওয়ান, সাধারণ সম্পাদক মো. আ. মান্নান হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক মো. রুবেল খাঁন, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদুর রহমান বাচ্চু, কোষাধ্যক্ষ বাবুল মল্লিক, দপ্তর সম্পাদক এইচ এম জুয়েল, প্রচার সম্পাদক পঙ্কজ কুমার রায় এবং কার্যকরী সদস্য তাপস কুমার সাহা, মো. আব্দুর রহিম খাঁন, মো. মনিরুজ্জামান, নিখিল সাহা ও মো. সোহাগ হাওলাদার। এ ছাড়াও মো. জাফর, সুশান্ত ব্যানার্জী ও জাহাঙ্গীর হোসেনকে উপদেষ্ঠা করা হয়েছে। নয়া কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বড় বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শ্যামল হালদার ও সাধারণ সম্পাদক মো. সোহাগ দেওযানসহ নেতৃবৃন্দ।