আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে স্কুল চত্বরে কাজের উদ্বোধন করা হয়।
১নং বদরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ওয়াশব্লক কাজের উদ্বোধন করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক রবীন্দ্র নাথ সরকার। এ সময় প্রধান শিক্ষক পরিমল কুমার মন্ডল ও কার্ত্তিক চন্দ্র সরকারসহ সকল শিক্ষকমন্ডলী ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।