বিজ্ঞপ্তি : নগর জাতীয় যুবসংহতির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেছেন, খুলনা শিল্পনগরী এখন মৃত্যু নগরীতে পরিনত হয়েছে। প্রায় সকল মিল-কলকারখানা বন্ধ। শ্রমিকরা অনাহারে অর্ধাহারে জীবন-যাপন করছে। মিলের শ্রমিকদের আয়-রোজগারের কোন পথ নেই। তাদের ছেলে-মেয়েদের লেখাপড়া বন্ধের উপক্রম হয়েছে। জাতীয় পার্টির শাসনামলে এই অঞ্চলের সকল মিলকারখানা চালু ছিল।
প্রধানমন্ত্রীর কাছে এই অঞ্চলের সকল মিলকারখানা চালুরকরার আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নগর জাতীয়পার্টির আহবায়ক শেখ মোঃ তোবারেক হোসেন তপু, নগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় যুবসংহতির সদস্য সচিব মোঃ রাসেল হোসেন, এম. এ. রব, দেলোয়ার হোসেন বাবলু, মোঃ আঃ ছালাম, জাকির হোসেন, শাকিল আহমেদ লাল, বাবুলু বিশ্বাস, গাজি খোকন, মিলন খান, শেখ মাসুদ রানা, মাসুদ আকুঞ্জী, জিএম মিলন, মোঃ তমিজ, নওশাদ হাওলাদার, রাসেল মামুন, নারায়ন সরকার, পলাশ তালুকদার, খোকন হাওলাদার, মোঃ হাবিব, আক্তার হোসেন, মাসুম ফারাজি, মোঃ ইদ্রিস, এস কে রনি, গাজী মোশারেফ ও মোঃ রাজু।