এইচএম আখতারুজ্জামান, বরিশাল : বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শিল্পপতি মো. সাইদুর রহমান রিন্টুকে ঢাকার খিলগাওঁ এলাকার তিলপাড়ার একটি বাসা থেকে রবিবার রাতে গ্রেফতার করা হয়েছে। সে বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেল ঘনিষ্ঠজন ছিলেন। খিলগাওঁ থানার অফিসার ইনচার্জ মো. দাউদ হোসেন জানান, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টুকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।