এইচএম আখতারুজ্জামান, বরিশাল : বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, বরিশাল সদর রোডস্থ জেলা কার্যালয় রবিবার ৫ জানুয়ারী ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ বরিশাল নগরীতে ঔষধ ব্যবসায়ীরা সাময়িক ভাবে ঔষধ বিক্রি বন্ধ দেয়। তাদের দাবী অবিলম্বে ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তি। ঘটনার সঙ্গে সমপৃক্ততার অভিযোগে পুলিশ একজন শ্রমিককে আটক করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, রবিবার সকালে একদলী বখাটে যুবকরা বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, বরিশাল সদর রোডস্থ জেলা কার্যালয় হামলা করে। তারা এসময় সমিতির অফিস থেকে কম্পিউটার ও আসবাবপত্রসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। বরিশাল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বরিশালে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট
Leave a comment