এইচএম আখতারুজ্জামান, বরিশাল : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছে, সমমনা দলের পারস্পারিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, বিভেদে লিপ্ত হওয়ায় সময় এখনো হয়নি। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, এলডিপি, এনডিপি, গণঅধিকার পরিষদসহ সকল দলে নেতা-কর্মী ঐক্যবাদ্ধ হয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্র প্রতিরোধ করা উচিত। তিনি আরও বলেন, দেশপ্রেমিক ছাত্র-জনতা যদি ঐক্যবদ্ধ থাকে, বিদেশি কোন প্রভূদের প্রশ্্রয়ে সেই পতিত ফ্যাসিস্টবাদ বাংলাদেশে আর নতুন করে ফিরে আসার সুযোগ পাবে না। কিন্তু আমরা ইতোমধ্যে স্বার্থের জন্য দ্বিধা বিভক্ত হয়ে পড়েছি। আওয়ামী লীগ শাসনামলে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার হয়েছিল। সকল হত্যাকান্ডে বিচার এবং দ্রুত সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপ ঘোষনা করা দাবী তোলেন। তিনি আরও বলেন, দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার নাগালের বাইরে যাচ্ছে। তিনি গত বুধবার বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তেব্যে এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন খেলাফল মজলিস বরিশাল জেলার আহবায়ক মাওলানা মুহাম্মদ জোবায়ের গালিব। এ সমাবেশে স্থানয়ীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।