এইচএম আখতারুজ্জামান, বরিশাল : বরিশাল নগরীতে পন্যবাহী ট্রাকের ধাক্কায় ওয়াহিদ ওহি (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে একজন ভাল কিশোর ক্রিকেটম্যান। মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দূর্ঘটনা ঘটে। ওয়াহিদ ওহী বরিশাল নগরীর সাগরদী চান্দু মার্কেট এলাকার বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী মো. হাসান মিয়ার পুত্র। সে বরিশাল নগরীর ব্যাপটিস্টমিশন বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থী। কোতোয়ালি মডেল থানার অফিসারইনচার্জ মো. মিজানুর রহমান জানান, ভিড্ওি ফুটেজ দেখে লক্ষ্য করা যাচ্ছে যে, নগরীর লঞ্চঘাট থেকে সাগরদীর উদ্দেশ্যে পণ্যবাহী একটি ট্রাক যাচ্ছে। ট্রাকটি বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে পৌছঁলে স্কুল শিক্ষার্থী ওহীর বাইসাকেলের হাতল ট্রাকের পেছনের চাকায় ধক্কা লেগে পড়ে যায়। স্থানীয় লোকজন ওই শিক্ষার্থীকে তাৎক্ষনিক ভাবে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানের চিকিৎসাধীন অবস্থায় মারাযায়।