এইচএম আখতারুজ্জামান, বরিশাল : বরিশালের মুলাদীতে থ্রি-হুইলার উল্টে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারী বিশ্ববিদ্যালয়-১) উপ সচিব ড. মো. ফরহাদ হোসেন নিহত হয়েছেন। শক্রবার বিকালে মুলাদী উপজেলার প্যাদারহাট সংলগ্ন এলাকা এ দুর্ঘটনা ঘটে। নিহত ড. ফরহাদ হোসেন মুলাদী উপজেলা চর লক্ষীপুর গ্রামের আবদুল কাদের মিয়ার পুত্র। মুলাদী থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল আলম জানান, শুক্রবার বিকেলে মীরগঞ্জ ফেরীঘাট থেকে একটি থ্রি-হুইলারে (মাহিন্দ্র আলফা) যাত্রী হয়ে মুলাদী শহরে যাচ্ছিলেন। ওই মাহিন্দ্রা প্যাদারহাট পার হয়ে হাওলাদার ব্রিজের কাছাকাছি পৌঁছলে একটি কুুকুর থ্রি-হুইলারের নীচে চাপা পড়ে এবং চলমান থ্রি-হুইলার সজোড়ে ব্রেক করলে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে ফরহাদ হোসেন গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে যায় এবং সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।