এইচএম আখতারুজ্জামান, বরিশাল : বরিশাল নগরীতে বিএনপি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ মামলায় বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির (জাপা) যুগ্ম সাধারন সম্পাদক ও ৬ নং মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানকে গত বৃহস্পতিবার আটক করা হয়েছে। পুলিশসূত্রে জানাযায়, বরিশাল নগরীর সদর রোডে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ওই ঘটনায় ২৩ আগস্ট মহানগ বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক বরিশাল কোতয়ালী থানায় ৩৮১ জনের নাম উল্লেখ করেন এবং আরও ৮ শত জন অজ্ঞাতনামা আসামী করে মামলা করেন। ওই মামলায় গোপন সংবাদের ভিত্তিতে ওই মামলায় চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।