এইচএম আখতারুজ্জামান বাচ্চু, বরিশাল : বরিশালসহ দক্ষিনাঞ্চলের আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী হামলা, মামলার ভয়ে বাড়ি-ঘর ছেড়ে জীবন রক্ষার্থে পালিয়ে বেড়াচ্ছে।
জানাযায়, গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরপরই বরিশাল মহনগরীসহ দক্ষিণাঞ্চলে ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার অধিকাংশ জেলা, উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়ি-ঘরে হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের একশ্রেনীর অতি উৎসাহী বখাটে যুবকরা এ তান্ডবের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গণভবন লুটের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সুযোগ সন্ধানী একশ্রেনীর মানুষ এ লুট ও হামলা করে। বরিশাল মহানগীর কালিবাড়ি রোডস্থ প্রাক্তন মেয়র সাদিক আবদুল্লাহর বসত গৃহ অগ্নিসংযোগ করে এবং ৪ যুবক আগুনে পুড়ে দগ্ধ হয়ে মারাযায়। হাতেম আলী কলেজ রোড এলাকায় পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) মোঃ জাহিদ ফারুক শামীমের বাসায় অগ্নিসংযোগ করে। ঝালকাঠি শহরস্থ রোনালস রোডস্থ সাবেক মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ করে। হেভিওয়েট নেতাদের বাসা বাড়িতে হামলা ও লুটপাটের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বাড়ি-ঘরে হামলা, লুটপাট এবং অগ্নি সংযোগ শুরু হয়। পুলিশ প্রশাসন তাদের জীবন ও সম্পদ রক্ষার্থে নিরাপদ স্থানে চলে যান। অরক্ষিত হয়ে পড়ে মানুষের জীবন ও সম্পদ। আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়ি-ঘরে হামলা, লুটপাটের পরই শুরু হয় মামলা দেওয়ার হিড়িক। বরিশাল মহানগীরসহ দক্ষিনাঞ্চলে ৬ জেলায় ৫ শতাধিক মামলা ইতোমধ্যে থানা ও আদালতে দেয়ার খরব রয়েছে। এখানকার আওয়ামী লীগ নেতা-কর্মীরা আতংকে রয়েছে। তারা এখনও বাড়ি-ঘরে ফিরতে পারছেন না। অমানবিক যন্ত্রনা নিয়ে এলাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে। কয়েকদিন আগে বরিশালে যুবলীগ নেতা মোমিনুলের মরদেহ ড্রেন থেকে উদ্ধার হওয়ায় আতংক আরও ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের হেবিওয়েট নেতা সাবেক মন্ত্রী আমির হোসেন আমু’র শালিকা মেরী জানান, ওরা ঝালকাঠি, বরিশাল এবং ঢাকার বাসায় সবই লুটপাট করে নিয়েছে। বাসার লবনের বাটি পর্যন্ত নেই। এ ধরনের লুট ৭১ সালে পাকিস্তানীর মেলিটারী করে নাই। বরিশাল বজ্রমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মঈন তুষার জানান, তারা কোন মানুষকে হয়রানি করেন নাই। কিন্তু মিথ্যা মামলা থেকে গ্রেফতার এবং হামলার ভয়ে আত্মগোপনে রয়েছে। ঝালকাঠি পৌরসভার কাউন্সিলার মো. কামাল শরীফ জানান, তার ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন লুট হয়েছে। কোটি কোটি টাকার সম্পদ লুট করেই ক্ষ্যান্ত হয়নি উল্টো ৪টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। ঝালকাঠি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী জানান, তিনি একজন নারী। তারা স্বামীর কাপড়ের দোকান লুট এবং বাসা বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট হয়েছে। আবার তার নামে দু’টি মিথ্যা মামলা দিয়েছে। পটুয়াখালীর জেলা প্রশাসক হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, কয়েকদিন আগে পটুয়াখালী জেলায় যোগদান করেছেন। তিনি আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করবেন। বরিশাল মেট্টোপলিটন পুলিশের (বিএমপি) সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সবেমাত্র যোগদান করলাম। তার কাছে কোন অভিযোগ এলে, অপরাধীদের ছাড় দেয়া হবে না। অন্তবর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা উন্নয়নে যথেষ্ট আন্তরিক। যেহেতু এটি অরাজনৈতিক সরকার। তাই সকল রাজনৈতিক দল, তার কাছে সমান।
বরিশাল বিভাগের আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাড়ি-ঘর ছাড়া
Leave a comment