সোহেল আহমেদ, কালিগঞ্জ : আর টিভি বর্ষসেরা শ্রেষ্ঠ সাংবাদিক শিপলু জামানের সংবর্ধনা দিয়েছেন ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে গত সোমবার বেলা বারোটার সময় Rtv জেলা প্রতিনিধি ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান Rtv প্রতিনিধি সম্মেলনে বর্ষসেরা শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হওয়ায় তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি একুশে টিভি জেলা প্রতিনিধি এম রায়হান। বক্তব্য রাখেন টেলিভিশন ফোরার্মের সাধারণ সম্পাদক একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি রাজিব হাসান, এটিএন নিউজের সাংবাদিক নিজাম উদ্দিন বাবলু,।