জন্মভূমি ডেস্ক : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) চলছে শিক্ষক সমিতির ঘোষিত শিক্ষকদের অনির্দিষ্টকাল কর্মবিরতি। এছাড়া ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে প্রশাসনিক ভবন তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে এবং অর্থনীতি বিভাগের পরীক্ষা গ্রহণে দীর্ঘসূত্রিতা দূরীকরণ, অভ্যন্তরীণ সমস্যা সমাধানের লক্ষ্যে আন্দোলন করছে বিভাগটির শিক্ষার্থীরা। শিক্ষক সমিতি ও দুই বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনে স্থবির হয়ে পড়েছে বশেমুরবিপ্রবি।
আজ রবিবার (০১ অক্টোবর) পূর্ব ঘোষণা মোতাবেক দাবি আদায় না হওয়ায় শিক্ষক সমিতি সকল প্রকার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। এতেকরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও চলমান পরীক্ষা বন্ধ আছে। গতকাল (শনিবার) সন্ধ্যায় শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ ও সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা স্বাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জরুরি সংবাদ সম্মেলন করেন এবং ৬ দফা দবি উত্থাপন করেন বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি। শিক্ষকদের দাবিদাওয়া মেনে নেওয়া না হলে ১অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষাসহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেন তারা।
করোনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগই সেশনজটে রয়েছে, শিক্ষকদের এমন ঘোষণায় শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছে।
চলমান শিক্ষকদের আন্দোলনে বিষয়ে হতাশা প্রকাশ সিএসসি বিভাগের শিক্ষার্থী শামীম হোসেন বলেন, শিক্ষকদের এই ধর্মঘটে আমি হতাশ, আমি আমার জীবন নিয়ে খুবই হতাশার মধ্যে আছি। শিক্ষকদের এমন সিদ্ধান্ত শিক্ষার্থী বান্ধব হয়নি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালাবদ্ধ করে চলছে ফার্মেসী বিভাগের আন্দোলন। গত ২৬ সেপ্টেম্বর থেকে ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনিদিষ্টকালের জন্য ক্লাস,পরীক্ষা বর্জন করেছেন ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় আজ (রবিবার) সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন এই বিভাগের শিক্ষার্থীর।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ‘‘আমরা অবস্থান করলেও এখন পর্যন্ত প্রশাসন থেকে কেউ দেখা করতেও আসেনি। যতদিন পর্যন্ত আমাদের প্রাসঙ্গিক ৯দফা দাবি আদায় না হচ্ছে আমরা অবস্থান চালিয়ে যাবো। প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো’’
অন্যদিকে অর্থনীতি বিভাগের সেশনজট, পরীক্ষা নেওয়ায় দীর্ঘসূত্রিতা এবং সেই সাথে বিভাগের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের লক্ষ্যে বিভাগে তালা দিয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা।