জন্মভূমি ডেস্ক : বাংলাদেশে সবার অংশগ্রহণে ‘অংশগ্রহণমূলক’ নির্বাচন হতে হবে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ বিষয়ে বলেছেন, ‘দ্য ইনক্লুসিভ ইলেকশন্স বি ইনক্লুসিভ অ্যান্ড পিসফুল’। অর্থাৎ অন্তর্ভূক্তিমূলক নির্বাচন হতে হবে শান্তিপূর্ণ ও সবার অংশগ্রহণে।
স্থানীয় সময় শুক্রবার (১ ডিসেম্বর) আয়োজিত ব্রিফিংয়ে জাতিসংঘ মুখপাত্র বলেন, ‘আমি আপনাকে আগে যা বলেছি, তাই বলবো। বাংলাদেশি অন্য কয়েকজন সাংবাদিককে মহাসচিবের পক্ষ থেকে বলেছি- আসন্ন নির্বাচন, যেটি হতে যাচ্ছে- তাতে যারা অংশগ্রহণ করছেন, এর অংশীদার, জনগণ, বিভিন্ন দল, মিডিয়া সবাইকে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানকে উৎসাহিত করতে হবে।’
এক প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, ‘নির্বাচনে জড়িত সবাই, সরকার, বিরোধী দল, সাংবাদিক, নাগরিক সমাজ সবাইকে একসঙ্গে এটা নিশ্চিত করতে হবে যাতে জনগণ অবাধে নিজেদের মত প্রকাশ করতে পারেন, অবাধে ভোট দিতে পারেন এবং অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে সবার অংশগ্রহণে ও শান্তিপূর্ণভাবে।