তালা প্রতিনিধি : শনিবার দিনব্যাপী অনলাইন ভোটের মধ্য দিয়ে বাংলাদেশ ইয়ুথ ক্লাইমেট পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং রবিবার (৬ অক্টোবর) দুপুরে ফলাফল প্রকাশিত হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ক্লাইমেট সিটিজেনদের শতভাগ হ্যাঁ ভোটে জয়ী হয়েছেন গ্রীন ম্যানের ইমরান রাব্বি, তিনি ২০১৭ সাল থেকে গ্রীন ম্যানের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশ ইয়ুথ ক্লাইমেট পার্লামেন্ট ব্রাইটার্সের একটি উদ্যোগ, যেখানে ৩০০ টি সংসদীয় আসনে জলবায়ু কর্মীরা নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে নিজ আসনের জলবায়ু সংকট মোকাবিলায় কাজ করেন। শনিবার প্রথম ধাপে মোট ১০০ টি আসনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে জয়ী হয়ে ইমরান রাব্বি বলেন, সাতক্ষীরা বাংলাদেশের উপকূলীয় একটি জেলা, জলবায়ুর নানান সংকট এখানে সবসময় লেগে থাকে। সকলকে সংঘবদ্ধ হয়ে এসব সংকট মোকাবিলায় কাজ করতে হবে। আমি আশা করি বাংলাদেশ ইয়ুথ ক্লাইমেট পার্লামেন্টে আমার অঞ্চলের জলবায়ুগত সমস্যা তুলে ধরতে পারব ও তা সমাধানে কাজ করতে পারব।
বাংলাদেশ ইয়ুথ ক্লাইমেট পার্লামেন্টের এম.পি ইমরান রাব্বি
Leave a comment