বাগেরহাট অফিস : নিজের সম্পত্তি রক্ষা ও জীবনের নিরাপত্তার দাবীতে প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে ও কোন প্রতিকার না পেয়ে অবশেষে প্রাণভয়ে বাপের ভিটে মাটি ছেড়ে প্রতিবেশী-আত্বীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন বাগেরহাটের মোড়েলগজ্ঞের সিনিয়র সাংবাদিক ও মানবাধিকারকর্মী এইচ এম লুৎফর রহমান। এব্যাপারে প্রতিপক্ষের বিরুদ্ধে ৩ জনের নাম উল্লেখ করে মোড়েলগজ্ঞ থানায় একটি অভিযোগ করেছেন।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, মোড়েলগজ্ঞ উপজেলার দক্ষিন চিংড়াখালী গ্রামের মৃত: আলহাজ্জ ছাইদুর রহমানের পুত্র সাংবাদিক ও মানবাধিকারকর্মী এইচ এম লুৎফর রহমান ৪ ভাইয়ের মধ্যে তিনি ছোট। অন্য ভাইদের চাকরির সুবাদে কানাডাসহ বিভিন্ন জায়গায় বসবাস করেন। আর লুৎফর রহমান বাবার সাথে বাড়িতেই থাকেন। পিতার দেখাশুনা ও সেবা যত্নের কারণে তার বসবাসের ঘরটি ছোট ছেলে লুৎফরকে দিয়ে যায়। লুৎফর রহমান এর পৌত্রিক ও ক্রয় সুত্রে যে জমি জমা রয়েছে তাই দিয়েই স্ত্রী আলেয়াকে নিয়ে ভালোভাবে সংসার চলছিলো। এলাকার কতিপয় বখাটেদের সহযোগিতা নিয়ে সাংবাদিকের লক্ষ লক্ষ টাকার গাছ কেটে নিয়েছে। এসব বিষয়ে কোথাও নালিশ জানিয়ে ও প্রতকার পাচ্ছেন না। অভিযোগ অস্বিকার করে অভিযুক্ত মাহাবুব ও আফজাল হোসেন বলেন, আমরা লুৎফরের কোনো জমি দখল করিনি। আমাদের শর্ত অনুযায়ী আমরা দীর্ঘ দিন ধরে এসব সম্পত্তি ভোগ দখল করছি।
মোড়েলগজ্ঞ থানার এস আই আ: মতিন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে তদন্তপূর্বক একটি প্রসিকিউসন আদালতে প্রেরণ করেছি। এরপর যদি পুনরায় কিছু হয়ে থাকে তাহলে আবারো প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।