বাগেরহাট অফিস : বাগেরহাটের মোল্লাহাটে ঘেরের মাছ ও সুপারি চুরিকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচা জামিল সরদার (৬০) নিহত হয়েছেন। এ সময় লাঠির আঘাতে আহত হয়েছেন আরো তিনজন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে মোল্লাহাট উপজেলার জয়ডিহি দাঁড়িয়াঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত জামিল সরদার ওই গ্রামের সাহাবুদ্দিন সরদারের ছেলে। আহতরা হলেন- নিহত জামিলের ভাই দেলোয়ার সরদার (৫০), চাচা শাহাদাত সরদার (৬৫) ও চাচাতো ভাই সবুজ (৩২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের ইসরাইল সরদার (৬০) ও তার দুই ছেলে হোসেন সরদার (৩৫) ও রইজ সরদার (২০) অপরের ঘেরের মাছ, গরু, সুপারি ও মন্দিরে ব্যবহৃত পূজার সরঞ্জামসহ বিভিন্ন ধরনের চুরি করে আসছেন। চুরির ধারাবাহিকতায় গতকাল রাতে রইজসহ সংঘবদ্ধ চোরেরা শাহাদাত সরদারের ঘেরে নেমে মাছ চুরি করে।
এর ৫/৬ দিন আগে শাহাদাত সরদারের বাড়ির পুকুরে ভিজিয়ে রাখা এক বস্তা সুপারি চুরি করে রইজ। এ ঘটনায় চুরির বিচার দাবি করেন শাহাদাত সরদার। এ সময় উপস্থিতরা রইজের বাবাকে বলে সম্মানহানির চুরি পেশা ছাড়তে এবং বিচার দিতে। তখন রইজ তাঁর বাবার চাচাতো ভাই জামিল সরদারকে ছুরিকাঘাত করে।
এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া রইজের বাবা ও মা সহ কয়েকজনের লাঠির আঘাতে আহত হন ৩ জন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।