জন্মভূমি রিপোর্ট : বাগেরহাটের পল্লীতে অনৈতিক উদ্দেশ্যে একজন দোকানদারের একটি পোষা কুকুর পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। এ ঘটনার বিচার দাবী করে দোকানদার সবুজ গাজী বাগেরহাট চীফজুডিসিয়াল আদালতে নালিশি অভিযোগ দায়ের করেছেন। আদালতের বিজ্ঞ বিচারক বাদীর অভিযোগ আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেছেন। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ২০ জুলাই সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বেড়-গজালিয়া এলাকায়। আদালত সুত্রে অভিযোগে প্রকাশ, বেড়-গজালিয়া এলাকার আলম গাজীর ছেলে সবুজ গাজী বাড়ী পাশেই একটি মুদিদোকান দিয়ে জীবিকা নির্বাহ করে। বাড়ী ও দোকান পাহারার জন্য সে একটি কুকুর পোষ মানিয়ে বাড়ীতে রেখে ছিলেন। পোষা এই কুকুরটির কারনে তার বাড়ী ও দোকানসহ এলাকায় চুরি হয় না বলে বাদী জানান। এ অবস্থায় অনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এলাকার মৃত তপন সমাদ্দারের ছেলে শিব সমাদ্দার(৩০) ও পাশর্^বর্ত্তি সুবাস ঋষির ছেলে সমর ঋষি(২৬) গত ২০ জুলাই সন্ধ্যায় প্রকাশ্য জনসম্মুখে কুকুরটিকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশ- বিচারে প্রতিবন্ধকতা হওয়ায় গন্যমান্য ব্যাক্তিদের পরামর্শ নিয়ে গত ২৫ জুলাই সবুজ গাজী বাগেরহাট চীফ-জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে শিব সমাদ্দার ও সমর ঋষিকে বিবাদী করে নালিশি অভিযোগ দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক বাদীর অভিযোগ আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে সমন ইস্যু করেন।