বাগেরহাট অফিস : বাগেরহাট সদর উপজেলার দক্ষিন খানপুর এলাকার মল্লিক দেলোয়ার হোসেনের (৫৬) পৈত্রিক বাড়ির জায়গা দখল চেষ্টা ও বে-আইনিভাবে গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মল্লিক দেলোয়ার হোসেন বাদি হয়ে বাগেরহাট মডেল থানায় অভিযোগ দায়ের করেন। গত ৪ এপ্রিল সকালে তার পাশর্^বর্তী কামাল হাওলাদার (৪৪) ও তার লোকজন স্থানীয় প্রভাব খাটিয়ে জোর পূর্বক এ গাছ কেটেছে বলে তিনি অভিযোগে জানান। মল্লিক দেলোয়ার হোসেন সদর উপজেলার দক্ষিন খানপুর এলাকার আব্দুর রহমান মল্লিকের ছেলে।
মল্লিক দেলোয়ার হোসেন অভিযোগে জানান, বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ খানপুর মৌজায় ৩ একর পৈত্রিক সম্পত্তি রয়েছে। যা দীর্ঘদিন ধরে আমি ও আমার পরিবার শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। হঠাৎ পাশর্^বর্তী কামাল হাওলাদার ও তার পরিবার আমার সম্পত্তি জোরপূর্বক দখল ও নানা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে। তারা জোর পূর্বক আমার জায়গা থেকে গাছপালা ও ধান কেটে নিতে চায়। বিষয়টি জানতে চাইলে কামাল হাওলাদার বলেন, ওই জমির মধ্যে আমার সম্পত্তির তার অংশ রয়েছে। আমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করছি। ভুক্তভোগী দেলোয়ার হোসেন অভিযোগে আরো জানান প্রতিপক্ষ কোন আইন কানুনের তোয়াক্কা না করে স্থানীয় প্রভাশালীর যোগসাজোসে গত মঙ্গলবার সকালে পাশর্^বর্তী ১০/১২ জন আমার ভোগ দখলীয় পৈত্রিক সম্পত্তিতে রামদা, কুড়াল ও লাঠি নিয়ে বেআইনীভাবে প্রবেশ করে। আমরা বাধা দিয়ে তারা আমাদের মারধর করে জায়গা থেকে বের করে দেয়। তারা আমার সম্পত্তি থেকে বে-আইনীভাবে ও প্রভাব খাটিয়ে ১০টি মেহগনি, ৫টি মেগনিস, ৩টি চাম্বল গাছ কেটে নিয়ে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি করে।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।