বাগেরহাট অফিস : ক্রীড়া ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আজ বাগেরহাট অফিসার্স ক্লাব প্রাঙ্গনে অটিস্টিক ছেলেমেয়েদের দিনব্যাপী এক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ইভেন্টগুলি ছিল ঝুড়িতে বল নিক্ষেপ, চকলেট দৌড়, বেলুন ফাটানো, চোখ বেধে হাড়ি ভাংগাসহ আরও কয়েকটি। জেলার তিনটি বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। ক্রীড়া অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদের সভাপতিত্বে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন।
পরবর্তিতে জেলার প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা আয়োজন করবে ক্রীড়া পরিদপ্তর বাংলাদেশ। জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং ক্রীড়া পরিচালনা করেন অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।