
বাগেরহাট অফিস : বাগেরহাটে সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বাগেরহাট শহরতলীর কুলিয়াদাইড় গ্রামে ফারাজ হোসেন ফাইন্ডেশন ও মাহমুদা-আফতাব ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজে কর্মরত ১৬জন বিশেষজ্ঞ চিকিৎসক শুক্রবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সেবা প্রদান করেন। এদিন প্রায় ৮শ’ নারী, পুরুষ ও শিশুরা বিশেষজ্ঞ চিকিৎসক দেয়া চিকিৎসা সেবা গ্রহণ করেন।
মাহমুদা-আফতাব ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. রফিকুস সালেহীন বলেন, জন্মস্থান বাগেরহাটের সুবিধাবঞ্চিত মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা দিতেই গ্রামের বাড়ীতে এই আয়োজন করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন বিভাগে দেশ-বিদেশের সবোর্চ্চ ডিগ্রীধারী ১৬জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে এই সেবা প্রদান করেছেন। মাহমুদা-আফতাব ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামীতেও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে বলেও জানান অধ্যাপক ডা. রফিকুস সালেহীন।