বাগেরহাট অফিস : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার জন্য “রোড টু স্মার্ট বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই কর্মমালা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, প্রশিক্ষণ কর্মশালার মাস্টার ট্রেইনার খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক তালুকদার রাসেল, সহকারী অধ্যাপক কাজী মুরা, সহকারী অধ্যাপক রাকিবুল হাসান সিদ্দিকী, খুলনা অঞ্চল আঞ্চলিক সমন্বয়ক মো: আরিফুল ইসলাম, জেলা সমন্বয়ক আহাদ উদ্দিন হায়দার, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমসসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় শতাধিক আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এসব নেতা-কর্মীরা পরবর্তীতে উপজেলার নেতা-কর্মীদের প্রশিক্ষণ প্রদান করবেন।