বাগেরহাট অফিস : বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী গ্রামে চার সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। অলাভজনক স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান লতিফ মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনব্যাপি এই চিকিৎসা সেবা দেওয়া হয়। সকালে ফাউন্ডেশন ভবনের সামনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়।
লতিফ মাষ্টার ফাউন্ডেশনের সভাপতি ড. মো. ফরিদুল ইসলাম বাবলু‘র সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিএনপির গবেষনা সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, সাবেক যুগ্ম সচিব মোহম্মদ মশিউর রহমান, সাবেক যুগ্ম সচিব শেখ হামিম হোসেন, সাবেক যুগ্ম সচিব খন্দকার রুহুল আমিন, বাগেরহাট জেলা পরিষদের প্রধান নিবার্হী ঝুমুর বালা, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাস, মাষ্টার লতিফ ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসি রফিকুল ইসলাম জগলু সিপিএ, জেলা বিএনপির আহবায়ক ইজ্ঞিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচীব মোজাফ্ফর আলম,জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, লতিফ মাষ্টার ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সরদার নাসির উদ্দিন লনি,বেগ শামীম হাসান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিগণ ফাউন্ডেশন চত্বরে গাছের চারা রোপন করেন।
এদিন বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের ২০জন বিশেষঞ্চ চিকিৎসক দূরদূরান্ত থেকে আসা রোগীদের চক্ষু, হার্ট, মেডিসিন, গাইনী, নাক-কান-গলা ও চর্ম রোগসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া ৮০০ কিশোরীকে প্রজনন স্বাস্থ্য সচেতনা মূলক প্রশিক্ষন প্রদান করা হয়।
আয়োজকরা জানান, প্রত্যন্ত গ্রামের মানুষরা আসলে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নেওয়ার সুযোগ খুব কম পায়। যার কারণে আমরা এই আয়োজন করেছি। ভবিষ্যতেও এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে।
বাগেরহাটে ৪ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান
Leave a comment