বাগেরহাট অফিস : বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মাহফুজুর রহমান মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গত বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকার ধানমন্ডিস্থ রেনেসা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় যৌথ বিবৃতিতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। একই সাথে এই প্রবীন আওয়ামী-লীগ নেতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. ভুইয়া হেমায়েত উদ্দিন, খান হাবিবুর রহমানসহ জেলা আওয়ামী লীগের সকল সদস্যবৃন্দ। বেলা ১১টায় প্রথম জানাজা গ্রামের বাড়ী বোটপুর, জুম্মাবাদ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে জেলা আওয়ামী লীগ সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ ও সকল দলীয় কর্মিরা এই জানাজায় অংশ গ্রহণ করেন। পরে বাসাবাটীতে ৩য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।