যশোর অফিস : যশোরে ছেলের লাঠির আঘাতে ইখলাস মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মাদকাসক্ত হয়ে বাড়ি ফিরে ছেলের সাথে গোলযোগ বাধালে এ ঘটনা ঘটে।নিহত ইখলাস মোল্লা বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা বুধোপুর গ্রামের ইজাহার মোল্লার ছেলে। নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।
নিহতের পিতা,ইজাহার মোলা জানান,ইখলাস মোল্লা মাদকাসক্ত। তিনি মাদক সেবন করে বাড়ি ফিরে মা, স্ত্রী ও সন্তানদের মারপিট করেন। এমনকি ইতিপূর্বে ছেলে তারিককে কুপিয়ে জখমও করে। তার এ স্বভাবের কারণে তার দুই স্ত্রী চলে গেছে। আজ সোমবার রাত ৭টার দিকে সে মাদক সেবন করে বাড়ি ফিরে তার মাকে মারপিট করে। এসময় ছেলে তারিকের সাথেও গোলযোগ শুরু হয়। একপর্যায়ে তারিক তাকে লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক সুইটি আক্তার জানান, মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তর জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলিম হত্যাকাণ্ডের কথা নিশ্চিত করে বলেন, ইখলাসের ছেলে তারিক পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
বাঘারপাড়ায় ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু
Leave a comment