জন্মভূমি ডেস্ক : আগামী নির্বাচনকে সামনে রেখে বাম গণতান্ত্রিক জোটে নতুন মেরুকরণ তৈরি হচ্ছে। বাম জোট রেখেই গণফোরাম, জাসদ ও গণতন্ত্র মঞ্চ নিয়ে গঠন করা হচ্ছে নতুন ‘যুক্তফ্রন্ট’। বাম গণতান্ত্রিক জোটের একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে। খবর সারাবাংলা। গণমাধ্যমটির বিশেষ প্রতিনিধি আজমল হক হেলাল এ রিপোর্ট করেছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, যুক্তফ্রন্টে বাম ও প্রগতিশীল রাজনৈতিক দল, শ্রমজীবী, পেশাজীবী ও দলিত সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায় এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যুক্ত হবে। আগামী নির্বাচনে যুক্তফ্রন্ট থেকে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে।
বাম গণতান্ত্রিক জোটের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় নির্বাচনে প্রার্থী দেওয়ার জন্য জোটের শরিক দলগুলোর মধ্যেই তারা সীমাবদ্ধ থাকতে চান না। বরং জোটের বাইরে বাম ধারার রাজনৈতিক দলগুলোর সমর্থক প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের পক্ষের স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিদেরও মনোনয়ন দিতে আগ্রহী তারা। জোটের নেতারা যোগ্য প্রার্থী খুঁজতে এরই মধ্যে মাঠে নেমেছেন।
এসব বিষয় নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সারাবাংলাকে বলেন, বাম গণতান্ত্রিক জোট বহাল থাকবে। এর বাইরে বাম ধারার রাজনৈতিক দল, প্রগতিশীল ও পেশাজীবী ও দলিত সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন নিয়ে একটি ‘যুক্তফ্রন্ট’ গঠন করা হবে। ইতোমধ্যে বাম ধারার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি জানান, ‘যুক্তফ্রন্ট’ করার মূল উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচন। তবে বামপন্থী একেকটি দলের লক্ষ্য-উদ্দেশ্য একেক রকম। বিগত দিনে আমরা সম্মিলিতভাবে স্বৈরশাসক পতনের লড়াইয়ে একতাবদ্ধ ছিলাম। এখন আমাদের দাবি- নিত্যপণ্যের দাম কমানো এবং জনজীবনে শান্তি ফিরিয়ে আনা। সে লক্ষ্যে বাম দলগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে। বামপন্থী দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা অব্যাহত রয়েছে। বিভিন্ন দলের মধ্যে পারস্পরিক আলোচনা হচ্ছে। শিগগিরই ‘যুক্তফ্রন্ট’ ঘোষণা করা হবে।
কমরেড প্রিন্স বলেন, নির্বাচনী পরিবেশ তৈরি হলে এবং সংবিধানে নতুন কিছু না হলে, এখন যে পদ্ধতিতে ভোট হয়, সেই পদ্ধতিতে ভোট হলে বাম গণতান্ত্রিক জোটের ব্যানারে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করব। যেসব প্রার্থী দলীয়, বাম সমর্থিত, প্রগতিশীলমনা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তাদের মনোনয়ন দেওয়া হবে।’
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ বলেন, ‘জনগণ আমাদের পক্ষে আছে। যুক্তফ্রন্ট গঠন করার জন্য বামধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।’
গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নিয়ে একটি জোট হোক, তা চাচ্ছি। এসব বিষয় নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। আনুষ্ঠানিকভাবে কিছু হয়নি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. সাইফুল হক বলেন, ‘যুক্তফ্রন্ট’ গঠনের বিষয় আনুষ্ঠানিক কোন কথা হয়নি। বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিক কথা হয়েছে। আমরা চাচ্ছি, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এক মঞ্চে আসুক। এই‘ যুক্তফ্রন্ট’ গঠন করার বিষয় নিয়ে আমরা আগে কথা বলেছি।
বাম ও মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলো নিয়ে ‘যুক্তফ্রন্ট’ হচ্ছে

Leave a comment