
জন্মভূমি ডেস্ক : নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন বিএনপির সাবেক চারজন সংসদ সদস্য। তারা হলেন -ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবদুল ওহাব, সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদিন এবং বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবদুর রহমান।
এর মধ্যে শাহ মোহাম্মদ আবু জাফরকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপির সাবেক সংসদ সদস্যদের বিএনএমে যোগদানের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলন মঞ্চে তাঁদের পরিচয় করিয়ে দেন বিএনএমের মহাসচিব মো. শাহ্জাহান। সোমবার থেকে দলটির গুলশানের কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে জানিয়ে মো. শাহজাহান বলেন, দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মো. আবু জাফর আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম কেনার মাধ্যমে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। তিনি বলেন, কোনো জোটের সঙ্গে নয় বরং এককভাবেই বিএনএম নির্বাচনে অংশ নেবে। আশা করছি ৩০০ আসনের মনোনয়ন যাচাই-বাচাই করে এর থেকে সৎ এবং যোগ্যদেরকে মনোনয়ন দেওয়া হবে।
তিনি আরও বলেন, দলের মহাসচিব হিসেবে আমি আপনাদেরকে অন্তত এতটুকু আশ্বস্ত করতে পারি এই দলে অনেক চৌকস রাজনীতিবিদ, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলন হয়েছে। এটা কিংস পার্টি হবে না।