জন্মভূমি ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি যে একটি সন্ত্রাসী দল, আবারও তারা এটা প্রমাণ করেছে। এতে জনগণের ঘৃণা ছাড়া আর কিছু জুটবে না। বিএনপিকে যেভাবে শিক্ষা দিতে হয়, এখন সেটাই তাদের দেওয়া উচিত। আমরা এখন সেটাই দেব।
প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মলনে এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা ২৫ থেকে ২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’ সম্মেলনে অংশ নেন। এ বিষয়ে বিস্তারিত জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘যখন সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে তখন বিএনপি সন্ত্রাস করে উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। বিএনপির চরিত্রই হচ্ছে মানুষকে হত্যা করা, আর সন্ত্রাস করা।’
প্রধানমন্ত্রী বলেন, ‘মাঝখানে বিএনপি কিছু রাজনৈতিক কর্মসূচি পালন করেছিল। তখন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি। তারা জনগণের আস্থাও কিছুটা অর্জন করেছিল।’
সাংবাদিকদের ওপর বিএনপির এত রাগ কেন–প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রাইভেট টিভি চ্যানেলগুলো দিলাম। অথচ, আমার সংবাদই পরে দেওয়া হচ্ছে। তাদের নিউজই গুরুত্ব দিয়ে আগে করা হয়। অথচ, বিএনপি সাংবাদিকদের পেটাল। আমি এ ঘটনার নিন্দা জানাই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির স্বভাব কখনই বদলাবে না। এরা নির্বাচন চায় না। তারা সন্ত্রাস করে নির্বাচনকে ভন্ডুল করতে চায়। আসলে মানুষকে কষ্ট দেওয়াটাই বিএনপির চরিত্র। বিএনপিকে যেভাবে শিক্ষা দিতে হয়, সেটাই আমরা দেব।’