জন্মভূমি ডেস্ক : সরকার বিরোধী আন্দোলনে নাশকতা, পুলিশকে মারধর, কর্তব্যকাজে বাধাসহ বিভিন্ন অভিযোগে করা কয়েকটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবীব, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ১০৮ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এই তালিকায় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাবেক সেক্রেটারি আকরামুল হাসান মিন্টু, হাবিবুর রশিদ হাবিব ও যুবদল দক্ষিণের সভাপতি এনামুল হক এনামও আছেন।
সামবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের একাধিক বিচারক পৃথক পৃথক মামলায় এ আদেশ দেন।
এ নিয়ে বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন, সরকারের সাজানো মামলায় পরিকল্পিতভাবে পূর্ব নির্ধারিত একের পর এক বিএনপি নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে। চলমান সরকারবিরোধী আন্দোলনকে স্তব্ধ করতে এবং নির্বাচনে বিএনপি নেতাদের অযোগ্য করার জন্যই এই সাজা হচ্ছে।