জন্মভূমি রিপোর্ট : মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, বিএনপির জন্মই হচ্ছে মানুষের রক্তে। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের উপর দাঁড়িয়ে বিএনপির সৃষ্টি হয়েছে। তারা এদেশের শান্তিকামী মানুষের কল্যাণে রাজনীতি করেনা। তারা নিজেদের ভাগ্যের পরিবর্তনে রাজনীতি করে। সেকারনেই তারা আজ বিদেশীদের প্রেসক্রিপশনে দেশকে অশান্ত করে মানুষকে বিপদে ফেলে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। সে কারণেই তার নির্বাচিত সরকার প্রধানকে হত্যা করার হুমকি দিচ্ছে। এদেশে আর কখনও হত্যার রাজনীতি চলবে না। যারাই হত্যার রাজনীতি করবে তারা জনগণ থেকে ছিটকে পড়বে। সেজন্যেই আজ বিএনপি জনশূন্য রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির হত্যা, ক্যু’র রাজনীতি চিরতরে বন্ধ করতে ঐক্যবদ্ধ হতে হবে। সেজন্যে আগামী ১২ জুনের নির্বাচনে মেয়র পদে তালুকদার আব্দুল খালেককে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
বুধবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এবং হুমকিদাতার ফাঁসির দাবিতে ৩১নং ওয়ার্ডের বান্ধাবাজারে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল পূর্বক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ওয়ার্ড নির্বাচন কমিটির আহ্বায়ক শেখ মো. ফারুক হোসেন। সদস্য সচিব শামীমুর রহমান শামীমের পরিচালনায় বক্তৃতা করেন এ্যাড. আইয়ুব আলী শেখ, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মো. মফিদুল ইসলাম টুটুল, নজরুল ইসলাম তালুকদার, এনামুল কবীর, ইউসুফ মল্লিক, মো. আরিফুল ইসলাম, মাসুদুর রহমান সজল। এ সময় উপস্থিত ছিলেন সাইফুল মোল্লা, এ্যাড. মুস্তাফিজুর রহমান, মো. ইউনুছ সার্ভেয়ার, মো. শরিফুল ইসলাম মুন্না, ইমরান মোল্লা, মো. মোশারেফ হোসেন, খান মো. কবীর হোসেন, এ্যাড. কামাল হোসেন, মো. লিটন হোসেন, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম টিটু, আজিজুল বারী বাহার, আজিজুল গাজী, জি এম আব্দুর রব, ইকবাল হোসেন মিঠু, ইখতিয়ার উদ্দিন মোল্লা, মো. শাহিন আলম, রাব্বি আহমেদ রানা, শাহাবুদ্দিন মোল্লা, আনিছুর রহমান, রফিকুর রহমান রাসেল, মো. আব্দুল কাইউম শেখ, মাষ্টার নজরুল ইসলাম, মাসুদা খানম পাখী, শ্রাবনী আক্তার, মনি আক্তার, আব্দুল বারেক, আলামিন মৃধা, মো. সিরাজুল ইসলামসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল রূপসা ব্রিজ চত্ত্বরে গিয়ে শেষ হয়।