বিজ্ঞপ্তি : সোমবার বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন খুলনা শাখার পক্ষ থেকে যথাযথ মর্যাদায় নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডা. শামছুল আলম খান মিলনের ৩৩তম শাহাদাত বার্ষিকী এবং শহীদ ডা. মিলন দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে ৮টায় শহীদ ডা. মিলন চত্ত্বরে স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯টায় বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে নির্ধারিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএমএ’র সভাপতি ডা. শেখ বাহারুল আলম, সংগঠনের প্রচার ও জন-সংযোগ সম্পাদক ডা. সাইফুল্লাহ্ মানছুরের সঞ্চালনায় আলোচনা সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএমএ’র সহ-সভাপতি ডা. এস এম সামছুল আহসান, ডা. সুমন রায়, ডা. পলাশ কুমার দে, ডা. আনোয়ারুল আজাদ, অধ্যাপক ডা. পরিতোষ কুমার চৌধূরি, ডা. ডলি হালদার, ডা. শেখ আওরাঙ্গজেব প্রিন্স, ডা. মোঃ শহিদুল ইসলাম মুকুল, ডা. মোঃ মেহেদী হাসান, অধ্যাপক ডা. মৃনাল কান্তি সরকার, ডা. নয়ন পাল প্রমুখ।
বক্তারা নব্বই’র স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডা. শামছুল আলম খান মিলনের অবদান স্মরণ করেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তার এই আত্মত্যাগ সাহস ও শক্তি সঞ্চার করবে উল্লেখ করেন বক্তারা।