জাহিনুর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) : দিনাজপুরের বিরামপুরের সড়ক দুর্ঘটনা ঞ্চলিক সড়কের রবিবার সন্ধ্যায় (৪ নভেম্বর) জোয়াল কামরা নামক স্থানে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিয়ন্ত্রণ হারিয়ে রড বোঝাই চলন্ত ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১১-৪০১৪) ভিতরে ঢুকে গেলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই কিশোর মারা যায় ।
রড বোঝাই ট্রাকটি দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল।
জানা যায় , নিহতরা হলেন বিরামপুর পৌর এলাকার সারঙ্গপুর গ্রামের জিয়াউল ইসলাম এর পুত্র রিফাত (১৭) ও পৌর এলাকার ইসলামপাড়া (গরুহাটি) মহল্লার ইউনুছ আলীর পুত্র বাদশা মিয়া(১৬)।
সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে বিরামপুর থানা পুলিশ ২ জনের লাশ উদ্ধার করে প্রাথমিক সূরাতহাল শেষে ২ জনের লাশ পরিবার
কাছে হস্তান্তর করে। এ সময় ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ট্রাকটিকে জব্দ করে। বিরামপুর থানার ওসি মমতাজুর রহমান জানান,যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ।
উল্লেখ্য যে, দিনাজপুর থেকে ঘোড়াঘাট পর্যন্ত ৬৫ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কটি নতুন ভাবে সংস্কার করা হলেও রাস্তাটির কাজ নিম্নমানের হওয়ায় ডেবে গিয়ে রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে রাস্তাটিতে প্রায় দুর্ঘটনায় ঘটেই চলছে।
বিরামপুরের সড়ক দুর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু
Leave a comment