জাহিনুর ইসলাম বিরামপুর (দিনাজপুর) : বিরামপুর শহরের নতুন বাজারে ১২ জানুয়ারী (রবিবার) রাত্রি দেড়টার দিকে মেসার্স মাহি এন্টার প্রাইজ ও মেসার্স নদী-নিশাত এন্টার প্রাইজের গুদামে ভয়াবহ অগ্নিকান্ড হয়েছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী এরশাদুর রহমান জানিয়েছেন, আগুন লেগে প্রায় ১ কোটি ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ভৎস্ব হয়েছে। পুড়ে ভৎস্ব হয়ে যাওয়া পণ্যর কোম্পানীগুলো হল- লেকটোজেন, সেরেলাক, মেগি লুডস, নেক্সলে কফি, প্যারাসুট তেল, বেলী ফুল, চকলেট ডেইরী মিল্ক।
বিরামপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আ: আজিজ বলেন, বিরামপুর ও নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।দ্রুত আগুন নিয়ন্ত্রণের কারণে ঘনবসতিপূর্ণ নতুন বাজারে চালবাজার, কাঁচা বাজার, মুদি পট্টি, আশপাশের বাড়িঘর ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আগুনের কারন সম্পর্কে এখনো জানা যায়নি
অগ্নিকান্ডের ঘটনার আশে পাশের বাসিন্দারা ভয়ে নিরাপদ স্থানে পরিবার ও গৃহপালিত পশু নিয়ে স্থানান্তরিত হয়েছিলেন বলে জানিয়েছেন প্রবীর কুমার সহ স্থানীয়রা।