খুবি প্রতিনিধি : জলবায়ু পরিবর্তন বর্তমান সময়ে আলোচিত একটি বিষয়। এর প্রভাব পুরো বিশ্বকে প্রতিনিয়ত ভাবিয়ে তুলছে। এর ফলে সৃষ্টি হয়েছে পৃথিবীতে মানবসভ্যতা তথা জীববৈচিত্র্যের বাসযোগ্যতার চ্যালেঞ্জ ও পরিবেশ বিপর্যয়ের সমূহ ঝুঁকি। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা চিন্তা করে খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের উদ্যোগে পালিত হয়েছে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৫’।
শুক্রবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা।
এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের শিক্ষার্থী মুগ্ধ বলেন, প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দিতে, প্রকৃতি তার নিজস্ব গতিতে চলবে, তা বাধাগ্রস্ত হলেই দুর্গতি হবে। পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী মানবকুল, কিন্তু বর্তমানে ক্লাইমেট চেইঞ্জ যে মহামারীর দিকে যাচ্ছে সেজন্য দায়ী আমরা মানবকুলই। আমাদের পরিবেশ ক্ষতিকারক উপাদান বাড়াচ্ছি, পরিবেশবান্ধব উপাদান নিঃশেষ করে ফেলছি। আমরা আধুনিকায়ন করছি, কিন্তু পরিবেশসহায়ক হচ্ছি না। আমাদের যে যার জায়গা থেকে সচেতন হতে হবে।