
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা। মঙ্গলবার দুপুরের পর থেকে প্রতিমা বিসর্জনের কার্যক্রম শুরু হয়। সাতক্ষীরার সীমান্ত নদী দেবহাটার ইছামতি, কালিগঞ্জের কাকশিয়ালী নদী, শ্যামনগরের কালিঞ্চি নদী, পাটকেলঘাটার কপোতাক্ষ নদেও দুই তীরেসহ বিভিন্নস্থানে প্রতিমা বিসর্জন ঘিরে সনাতনধর্মালম্বী হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এর আগে মঙ্গলবার বিসর্জনের দিন সকালে মন্ডপে-মন্ডপে হয় দশমীর বিহিত পূজা। মণ্ডপগুলোতে নারীরা মেতে ওঠে সিঁদুর খেলায়। জেলার পাটকেলঘাটা কপোতাক্ষ নদের ইসলামকাটি এলাকায় বিপুল সংখক মানুষের সমাবেশ ঘটে। এখানে নিরপাপ্তা ব্যবস্থা জোরদার করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কঠোর নিরপত্তার মধ্যদিয়ে জেলায় ৬২৬টি মন্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে এ বছর শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।