ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের পেস বোলিংয়ের অভাবনীয় উন্নতির প্রধান কারিগর ধরা যেতে পারে টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে। তবে বিশ্বকাপ দিয়েই শেষ হচ্ছে এই প্রোটিয়ার বাংলাদেশ অধ্যায়। জাতীয় দলের পেস বোলিং কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চেয়েছিল বিসিবি। তবে পারিবারিক কারণে ডোনাল্ড আর এই দায়িত্বে থাকতে চান না বলে আগেই জানিয়ে দিয়েছেন, বলে জানালেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
ডোনাল্ডের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই বিশ্বকাপ দিয়েই। তার সময়ে বাংলাদেশের পেস বোলারদের উন্নতি হয়েছে চোখে পড়ার মতো। আগের বোলিং কোচ ওটিস গিবসনের সময় থেকে পেসারদের দিনবদলের যে শুরু, সেটিকেই আরও এগিয়ে নিয়ে যান ডোনাল্ড। যদিও চলতি বিশ্বকাপে ঠিক প্রত্যাশা পূরণ করতে পারেননি পেসাররা।
তবে তার কাজে খুশি বলেই বিসিবি তাকে দায়িত্বে রেখে দিতে চেয়েছিল বলে জানালেন জালাল ইউনুস। বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টালকে তিনি জানান, বিশ্বকাপের শুরুর দিকেই বিসিবিকে নিজের সিদ্ধান্তের কথা জানান ডোনাল্ড।
বিসিবি তাকে বিশ্বকাপের পরেও দায়িত্ব চালিয়ে যেতে বললে তখন তিনি জানান যে তিনি থাকতে চান না। ধর্মশালাতেই জালাল ইউনুসকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন পারিবারিক কারণে তিনি থাকতে চান না। পরে বিসিবি তাকে বলে যে, ‘ঠিক আছে, কলকাতায় গিয়ে আবার কথা হবে আপনার সঙ্গে।’ কলকাতায় যখন কথা হলো, তখনও বলেছে যে পারিবারিক কারণেই থাকতে চায় না।”
বাংলাদেশের দায়িত্ব ছেড়ে ডোনাল্ড শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন বলেও গুঞ্জন আছে। তবে সে ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করলেন জালাল ইউনুস, “আমাকে পারিবারিক সমস্যার কথাই বলেছে। তারপর অন্য কোথাও দায়িত্ব নিলে তো আমাদের জানার উপায় নেই।”
নতুন পেস বোলিং কোচ আনা নিয়ে বিসিবি এখনও সেভাবে চিন্তা করেনি বলেই জানালেন জালাল ইউনুস।
বিশ্বকাপ দিয়ে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে সাপোর্ট স্টাফের আরও কয়েকজন সদস্যের। তাদেরই একজন দলের অ্যানালিস্ট শ্রীনিভাস চান্দ্রাসেকারানের মেয়াদও বাড়ছে না। ভারতীয় এই অ্যানালিস্ট শুক্রবার গভীর রাতে সামাজিক মাধ্যমে জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবারের ম্যাচ দিয়েই বাংলাদেশ দলকে বিদায় জানাচ্ছেন তিনি।