
জন্মভূমি রিপোর্ট : নগরীর সার্কিট হাউস মাঠের বৃক্ষমেলার চমক পাকুড় বনসাই। এক হাত উচ্চতার এ গাছটির বয়স ৪৬ বছর ও দাম ধরা হয়েছে এক লাখ টাকা।
ক্রেতা-দর্শনার্থী মেলায় এসে গাছটি দেখছেন। ক্রেতাদের অনেকে এসে দেখে দাম শুনে ফিরে যাচ্ছেন। কেউ কেউ দর কষাকষিও করছেন। ৪৬ বছর ধরে এই গাছটির পরিচর্যা করছেন নগরীর নিউমার্কেট নার্সারির মালিক মো. জাহাঙ্গীর। এবারের মেলায় এনে তিনি গাছটির দাম হাঁকছেন ১ লাখ টাকা। নার্সারি মালিকের ছোটভাই রাজু জানান, সোমবার এক ক্রেতা গাছটির ৪০ হাজার টাকা দাম বলেছিলেন। কিন্তু তারা বিক্রি করেননি। তাদের নার্সারিতে আরও বিভিন্ন প্রজাতির গাছের চারা রয়েছে। এগুলোর দাম ৫০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত।
জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে গত ২৭ জুলাই শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা। মেলার ৩১টি স্টলে রয়েছে বিভিন্ন ফুল, ফল, বনজ, ঔষধি ও শোভা বর্ধনকারী কয়েক হাজার প্রজাতির দেশি-বিদেশি গাছের চারা। রয়েছে ছাদ কৃষির স্টল, বীজ, জৈব সার, টব, কীটনাশক, কৃষি উপকরণ ও মাটি পরীক্ষা করার ব্যবস্থা। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত মেলা প্রাঙ্গণ।