ক্রীড়া প্রতিবেদক : পাহাড়সম লক্ষ্য তাড়া করতে গিয়ে ভেঙে পরেনি, বরং উড়ন্ত শুরু করেন বাবর আজম-ফখর জামান। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের মধ্যেই হানা দেয় বৃষ্টি। আর সেটা বাবরদের জন্য যেন আর্শীবাদ হয়ে এসেছে! বৃষ্টিতে খেলা আর চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় ডিএল মেথডে ২১ রানে জিতেছে পাকিস্তান।
আগে ব্যাট করে ৪০১ রানের লক্ষ্য বেধে দিয়েছিল কিউইরা। যদিও বৃষ্টির কারণে এই ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ৪১ ওভারে। ফলে পাকিস্তানের পরিবর্তিত লক্ষ্য দাঁড়িয়েছিল ৩৪২।
দ্বিতীয় দফা বৃষ্টির কারণে ১ উইকেটে ২০০ রান করার পর পাকিস্তান আর ব্যাটিংয়েই নামতে পারেনি। সেই সময় পাকিস্তান ২১ রানে এগিয়ে ছিল। বড় লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৪ রান করে আউট হয়েছিলেন আব্দুল্লাহ শফিক। তবে বাবর আজম ও ফখর জামান মিলে পাকিস্তানকে জয়ের পথেই রেখেছিলেন।
বিশেষ করে ফখরের আক্রমণাত্মক ব্যাটিং পাকিস্তানকে এগিয়ে রেখেছিল কিউইদের চেয়ে। এই ওপেনার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮১ বলে ১২৬ রান করে। অন্যদিকে বাবর আজম অপরাজিত ছিলেন ৬৩ বলে ৬৬ রান করে। এই জয়ের ফলে সেমি ফাইনালের আশা অনেকাংশেই টিকে রইল পাকিস্তানের।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ডকে প্রত্যাশিত শুরুই এনে দেন ডেভন কনওয়ে এবং রাচিন। পাওয়ার প্লেতে তারা দুজনে মিলে যোগ করেন ৬৬ রান। তবে পাওয়ার প্লে শেষ হওয়ার পরই উইকেট হারায় কিউইরা। পাকিস্তানকে উইকেট এনে দেন হাসান আলী। ডানহাতি এই পেসারের বাউন্সারে হুক করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন কনওয়ে। বাঁহাতি এই ওপেনার ফিরেছেন ৩৫ রানের ইনিংসে খেলে।
কনওয়েকে ফিরিয়ে নিজের শততম ওয়ানডে উইকেট তুলে নেন হাসান। তিনে নেমে রাচিনকে সঙ্গে নিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন উইলিয়ামসন। পুরো বিশ্বকাপ জুড়েই দারুণ ছন্দে আছেন রাচিন। বাঁহাতি এই ব্যাটার হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন এদিনও। চোট কাটিয়ে ফিরে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন উইলিয়ামসনও। বাংলাদেশের বিপক্ষে খেলা ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে ফিরে ৪৯ বলে পঞ্চাশ ছুঁয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক। তারা দুজনে মিলে দ্রুত রান তুলতে থাকেন। এদিকে হাফ সেঞ্চুরির পর সেঞ্চুরিও তুলে নিয়েছেন রাচিন। এবারের বিশ্বকাপে এটি তার তৃতীয় সেঞ্চুরি। ২৫ বছর পেরোনোর আগে একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি তুলে নিয়েছেন রাচিন। যেখানে ছাড়িয়ে গেছেন শচীন টেন্ডুলকারকে।
শুধু তাই নয় বিশ্বকাপের এক আসরে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও তরুণ এই ব্যাটার। পেছনে ফেলেছেন উইলিয়ামসন, মার্টিন গাপটিলদের। এদিকে ২৫ বছর হওয়ার আগে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের তালিকায় শচীনের ৫২৩ রান ছুঁয়েছেন তিনি। এদিকে অভিষেক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের মালিক হতে মাত্র ১১ রান দূরে আছেন রাচিন। তাতে করে পেছনে ফেলবেন জনি বেয়ারস্টোকে।
রাচিন সেঞ্চুরি করলেও দারুণ ব্যাটিং করা উইলিয়ামসন সেঞ্চুরি মিস করেছেন। ইফতিখার আহমেদের বলে ডাউন দ্য উইকেটে এসে লং অফের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। ফখর দারুণ এক ক্যাচ লুফে নিলে অভিজ্ঞ এই ব্যাটারকে ফিরতে হয়েছে ৯৫ রানের ইনিংস খেলে। তবে এদিন স্টিফেন ফ্লেমিংকে ছাড়িয়ে নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের মালিক হয়েছেন তিনি।
উইলিয়ামসনের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি রাচিন। মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের বলে মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে সাউদ শাকিলের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ১০৮ রান করা বাঁহাতি এই ওপেনার। তারা দুজনের ফেরার পর ব্যাট হাতে ঝড় তুলেছেন ৩৯ রান করা চ্যাপম্যান, ৪১ রান করা ফিলিপস এবং ২৬ রান করা মিচেল স্যান্টনার। পাকিস্তানের হয়ে তিন উইকেট নিয়েছেন ওয়াসিম জুনিয়র।