যশোর প্রতিনিধি : ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটির কারনে বৃহস্পতিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে । তবে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার ও বন্দরের কাজকর্ম স্বাভাবিক রয়েছে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন,ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটির কারনে বৃহস্পতিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটির কারনে বন্ধ।তবে শনিবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম বলেন, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।তবে বেনাপোল বন্দরের কাজকর্ম স্বাভাবিক ভাবেই চলছে।সকাল থেকেই হ্যান্ডেলিং শ্রমিকরা বন্দরে পণ্য উঠানামার কাজে ব্যস্ত সময় পার করছেন।পণ্য খালাস প্রক্রিয়া স্বাভাবিক নিয়মেই চলছে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ফারুক হোসেন বলেন, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।